যাত্রার তারিখঃ
ভ্রমণ স্থান সমূহঃ
ভ্রমণ খরচ (প্রাইভেট ট্যুর) :
সিকিম ভ্রমণের সম্ভাব্য বর্ণনাঃ
১ম দিনঃ রাতে রওনা দিবো।
২য় দিনঃ ভোরে বুড়িমারি বর্ডারে পৌঁছাবো। সকাল ৯টায় ইমিগ্রেশন কাস্টমস ওপেন হলে,সব ফর্মালিটি শেষ করে শিলিগুড়ি হয়ে রওনা করবো সিকিমের উদ্দেশ্যে। সন্ধ্যার আগেই গ্যাংটক হোটেলে চেক-ইন।
৩য় দিনঃ সকালের নাস্তা শেষে রিজার্ভ জিপে সাইট সিয়িং এর উদ্দেশ্যে বের হবো। এইদিনে আমরা গ্যাংটক ও এর চারপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবো।
৪র্থ দিনঃ ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক-আউট করে আমরা রওনা করবো সিকিমের মূল আকর্ষণ লাচুং এর উদ্দেশ্যে। পথে গাড়ি থামিয়ে আমরা দেখে নিবো বরফে জমে যাওয়া একাধিক ঝর্ণা। বিকেলের মধ্যে লাচুংয়ে হোটেল চেক-ইন। দিনের বাকিটা সময় হোটেলের আশেপাশে বরফের রাজ্যে নিজেদের মতো করে সময় কাটাবো।
৫ম দিনঃ ব্রেকফাস্টের পর আমরা চলে যাবো ইয়ামথাং ভ্যালি ও জিরো পয়েন্টের উদ্দেশ্যে।সেখানে বরফের রাজ্যে দুই ঘন্টা কাটিয়ে আমরা আবার লাচুং ফিরে আসবো। এরপর লাঞ্চ শেষে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা করবো। রাতে গ্যাংটকে অবস্থান।
৬ষ্ঠ দিনঃ ব্রেকফাস্টের পর শিলিগুড়ি হয়ে বিকেলের মধ্যে বাংলাদেশ বর্ডার চলে আসবো,। এরপর বর্ডার ক্রস করে সন্ধ্যার বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা। পরদিন ভোর ৫টায় ঢাকায় থাকবো।
কনফার্ম করার ডেডলাইনঃ
চাইল্ড পলিসিঃ
বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ