Loading...

Sikkim & Darjeeling Tour

সিকিম ও দার্জিলিং ভ্রমণ প্যাকেজ

যাত্রার তারিখঃ

  • নূন্যতম ৪ জন হলে যেকোন দিন প্রাইভেট ট্যুর এরেঞ্জ করা যাবে।

ভ্রমণ স্থান সমূহঃ

  • সিকিম
  • দার্জিলিং
  • গ্যাংটক
  • লাচুং
  • ইয়ামথাং ভ্যালি
  • নামথাং ভিউ পয়েন্ট
  • টাইগার হিল
  • ঘুম মনেস্ট্রি
  • রক গার্ডেন
  • রোপওয়ে
  • হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট
  • তেনজিং রক
  • জাপানিজ টেম্পাল
  • গণেষ টক
  • জুওলজিক্যাল পার্ক
Darjeeling & Sikkim

ভ্রমণ খরচ :

  • জনপ্রতি ২৮০০০ টাকা ।। ফ্যামিলি রুম
  • জনপ্রতি ৩০০০০ টাকা ।। কাপল রুম
Darjeeling & Sikkim

ভ্রমণের সম্ভাব্য বর্ণনাঃ

১ম দিনঃ রাতে রওনা দিবো।

২য় দিনঃ ভোরে বুড়িমারি বর্ডারে পৌঁছাবো। সকাল ৯ টায় ইমিগ্রেশন কাস্টমস ওপেন হলে, সব ফর্মালিটিস শেষ করে শিলিগুরি হয়ে রওনা করবো সিকিমের উদ্দেশ্যে। সন্ধ্যার আগেই গ্যাংটকে হোটেল চেক-ইন।

৩য় দিনঃ ব্রেকফাস্টের পর হোটেল থেকে চেক-আউট করে আমরা রওনা করবো সিকিমের মূল আকর্ষণ লাচুং এর উদ্দেশ্যে। পথে গাড়ি থামিয়ে আমরা দেখে নিবো বরফ জমে যাওয়া একাধিক ঝর্ণা। বিকেলের মধ্যে লাচংয়ে হোটেল চেক-ইন। দিনের বাকিটা সময় হোটেলের আশেপাশে বরফের রাজ্যে নিজেদের মতো ঘুরে দেখবো।

৪র্থ দিনঃ ব্রেকফাস্টের পর চলে যাবো ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। সেখানে বরফের রাজ্যে দুই ঘন্টা কাটিয়ে আমরা আবার লাচুং ফিরে আসবো। এরপর লাঞ্চ শেষে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা করবো। রাতে গ্যাংটকে অবস্থান করবো।

৫ম দিনঃ ব্রেকফাস্টের পর হোটেল থেকে চেক-আউট করে আমরা রওনা করবো দার্জিলিং এর উদ্দেশ্যে। এই দিনে হোটেল চেক-ইন করে লাঞ্চের পর পার্সোনাল টাইম ও শপিং।

৬ষ্ঠ দিনঃ দিন ভোর ৪ টার মধ্যে হোটেল থেকে বের হয়ে চলে যাবো টাইগার হিল। সেখান থেকে দেখবো পৃথিবীর ৩য় উচ্চতম পর্বত কাঞ্চনজঙ্ঘার গায়ে সূর্যদয়। তারপর একে একে বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, ঘুম ইস্টিশন সহ দার্জিলিংয়ের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবো।

৭ম দিনঃ ব্রেকফাস্টের পর শিলিগুড়ি হয়ে বাংলাদেশ বর্ডার এর উদ্দেশ্যে রওনা করবো। এরপর বর্ডার ক্রস করে সন্ধ্যার বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা করবো।

৮ম দিনঃ ভোর ৫ টায় ঢাকায় থাকবো।

Darjeeling & Sikkim

প্যাকেজের মধ্যে যা যা থাকবেঃ

  • ঢাকা-বর্ডার-ঢাকা বাস টিকেট।
  • ভারতে ৫রাত হোটেলে থাকা।
  • ভারতে অবস্থানকালে প্রতিদিন ৩ বেলা খাবার।
  • সকল প্রকার হোটেল ট্যাক্স ও পার্কিং চার্জ।

প্যাকেজের মধ্যে যা যা থাকবে নাঃ

  • বাংলাদেশ অংশে কোন খাবার।
  • ট্রাভেল ট্যাক্স।
  • বর্ডার স্পিড মানি।
  • এন্ট্রি ও রাইড টিকেট।

কনফার্ম করার আগে যে যে বিষয় গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ

  • ভিসায় পোর্ট চ্যাংড়াবান্দা হলে এই ট্যুর এ জয়েন করতে পারবেন।
  • যদি ভিসায় চ্যাংড়াবান্দা পোর্ট না থাকে তবে খুব সহজেই এটি এড করে নিতে পারবেন।
  • যদি ভিসা না থাকে তবে ভিসা করানো অথবা পোর্ট এড করার ক্ষেত্রে টিম ট্যুর ভিস্তা সব রকম সহযোগিতা করবে।
  • হোটেলে এক রুমে ৪জন করে থাকা। রুমে দুইটা করে বড় বেড থাকবে। ফ্যামিলি না থাকলে অবশ্যই মেয়েদের থাকার রুম আলাদা থাকবে।
  • কাপলদের জন্য কাপল রুম থাকবে।
  • সব রুমে এটাচ বাথ ও গিজার থাকবে।
  • শুধুমাত্র ফ্যামিলি ট্যুরিজম নিয়ে কাজ করা টিম ট্যুরভিস্তা অন্যতম প্রতিষ্ঠান।
  • কোনো হিডেন চার্জ নেই।
  • বাসের আসন বন্টনের ক্ষেত্রে সিট আগে বুকিং দিলে আগে পাবেন ভিত্তিতে দেওয়া হবে।

কনফার্ম করার ডেডলাইনঃ

  • যেহেতু দেশের বাইরে ট্যুর, পর্যাপ্ত সময় হাতে রেখে বুকিং কনফার্ম করতে হবে। (বিঃদ্রঃ ভিসা না থাকলে কমপক্ষে ২০ থেকে ৩০ দিন সময় হাতে রেখে যোগাযোগ করতে হবে।)
  • কনফার্ম করার জন্য জনপ্রতি ১০০০ টাকা করে কনফার্মেশন মানি জমা দিতে হবে।

চাইল্ড পলিসিঃ

  • ০-৩ বছরের শিশুদের জন্য ফ্রি।
  • ৩ থেকে ৭ বছরের শিশুদের জন্য আলোচনা সাপেক্ষে প্রযোজ্য হবে।

বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ

  • ব্যাংকে ডিপোজিট করা যাবে।
  • বিকাশ ও নগদে সেন্ড মানি করা যাবে।
  • সরাসরি অফিসে এসে জমা দেওয়া যাবে।
sikkim